বাঘিনী চলচ্চিত্রের নায়িকা রুমা চক্রবর্তীকে সম্বর্ধনা

28th December 2020 2:25 pm রাজ‍্য
বাঘিনী চলচ্চিত্রের নায়িকা রুমা চক্রবর্তীকে সম্বর্ধনা


বিশেষ সংবাদদাতা ( পূঃ মেদিনীপুর ) :  ২৫ ডিসেম্বর মুক্তি প্রাপ্ত  "বাঘিনী" চলচিত্রের নায়িকা রুমা চক্রবর্তী কে সম্বর্ধনা দিল কোলা ঘাট সামাজিক সেবা সংঘের সম্পাদক আবিদার মল্লিক। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তৈরি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি বাঘিনী। এই ছবিতে মমতার ভূমিকায় অভিনয় করেছেন রুমা চক্রবর্তী। ছবিটিতে মমতার রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার একটি জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। রুমা চক্রবর্তী জানিয়েছেন এটি তার চতুর্থ সিনেমা হলেও বাঘিনী তার জীবনের সেরা কাজ ।এই ছবিটি সিনেমা প্রেমীদের পছন্দ হবে বলে তিনি আশাবাদী । ছবির পরিচালক হলেন নেহাল দত্ত, প্রযোজক পিংকি পাল মন্ডল, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী চ্যাটার্জী, প্রদীপ  ধর,পার্থ চক্রবর্তী, শুভময় চ্যাটার্জী, অঞ্জন পাল, অনন্যা গুহ ও অন্যান্যরা। 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।